ভাসা ফাউন্ডেশন (ভোলান্টারী এক্টিভিটিজ ফর সোস্যাল এন্ড হিউম্যান এ্ডভান্সম্যান্ট ফাউন্ডেশন) চট্টগ্রামের স্থানীয় একটি উন্নয়ন সহযোগী এনজিও সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৪-০০৭৩০-০০৬৬৫) যা সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্রতা বিমোচনে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য জনবল নিয়োগের নিমিত্তে নিম্মলিখিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নামঃ ফিল্ড অফিসার (গ্রেড-১১)
পদ সংখ্যাঃ ৪ টি (কম/বেশী হতে পারে)
বেতন স্কেলঃ প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী সর্বসাকুল্যে টাকা ১২,৯৫০/- —– ৩০,৬৫০/-
কর্মস্থলঃ চট্টগ্রামের কুমিরা এলাকা-১টি পদ, বন্দর এলাকা -১টি পদ, কর্নেল হাট এলাকা -১টি পদ ও নজুমিয়াহাট এলাকা-১টি পদ।
বয়সঃ ২০-৩৫ বছর
অভিজ্ঞতাঃ প্রয়োজন নাই।
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি।
অন্যান্য তথ্যঃ
- পুরষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
- অভিজ্ঞতা সম্পন্ন ও কম্পিউটারে টাইপিং-এর কাজ জানা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
- মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।
- প্রান্তিক নারীদেরকে নিয়ে দল গঠন ও পরিচালনায় আগ্রহ থাকতে হবে।
- সদস্যদের সাথে মার্জিত কথোপকথন, তথ্য লিপিবদ্ধকরন ও গাণিতিক হিসাবে পারদর্শী হতে হবে।
- শুধুমাত্র অফিসে বসে কাজ করতে আগ্রহীদের আবেদন করার প্রয়োজন নাই।
- আগ্রহী প্রার্থীরা বায়োডাটা (বাংলায় অথবা ইংরেজিতে), দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, এনআইডি/ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি/ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সমেত আগামী ১১ জুলাই ২০২৩ইং তারিখের মধ্যে ডাক/কুরিয়ার/সরাসরি অথবা ই-মেইলে ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) বরাবর আবেদন করতে পারবেন।
- পদের হ্রাস-বৃদ্ধি অথবা নিয়োগ বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ঠিকানাঃ ম্যানেজার (এইচআর এন্ড এডমিন)
ভাসা ফাউন্ডেশন
ভোলান্টারী এক্টিভিটিজ ফর সোস্যাল এন্ড হিউম্যান এ্ডভান্সম্যান্ট ফাউন্ডেশন
হোল্ডিং#১২১৬/এফ(১),নীচতলা, প্লট# ৮০, রোড #০৮, প্রশান্তি আবাসিক এলাকা,কর্ণেলহাট, উত্তর কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রাম।
ইমেইল – [email protected]