বৈশ্বিক মন্দা ও ২০২৩ সালের কর্মপরিকল্পনা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২
ভোলান্টারী এক্টিভিটিজ ফর সোস্যাল এন্ড হিউম্যান এ্যাডভান্সম্যান্ট (ভাসা) ফাউন্ডেশনের আয়োজনে ২৬ নভেম্বর ২০২২, রোজ শনিবার ’ বৈশ্বিক মন্দা ও ২০২৩ সালের কর্মপরিকল্পনা ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার কর্মকর্তা, দলনেত্রী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই ওর্য়াকশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক পরিমল কান্তি পাল। তিনি বৈশ্বিক মন্দার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই বিষয়ে আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে। তিনি দেশে মন্দা পরিস্থিতির সৃষ্টি হলে প্রতিষ্ঠান উপকারভোগী সদস্যের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের উপকারভোগীদের পাশে থাকার আহবান জানান তিনি।
কর্মশালায় ২০২৩ সালে মন্দা পরিস্থিতির সৃষ্টি হলে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা মন্দা নিয়ে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আতঙ্কিত না হওয়ার আহবান জানান। আলোচনায় জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষি ও কৃষি পন্যোৎপাদন , কৃষিনির্ভর শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তা প্রভৃতি গঠনে সহায়ক পরিকল্পনা গ্রহন মন্দা মোকাবেলায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া কর্মশালায় ২০২৩ সালে সংগঠনের কর্মপরিকল্পনার সাথে বৈশ্বিক মন্দার প্রভাব ও প্রতিরোধ বিষয়ক কর্মসূচির বিষয় আলোচনা করা হয়।
কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কার্যকরী কমিটি সদস্য জনাব ইমরান হোসেন, গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপক সুদীপ্তা মজুমদার, ব্যবস্থাক(শাখা নিয়ন্ত্রক) জনাব অবিনাশ চন্দ্র পাল, শাখা ব্যবস্থাপক এস এম রেজাউল করিম, নাজমুল হুদা চৌধুরী, হেলাল উদ্দিন প্রমুখ।






Users Today : 5
Users Yesterday : 190
Total Users : 103820
Views Today : 22
Total views : 974510
Who's Online : 3