
ভলান্টারি অ্যাক্টিভিটিজ ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাডভান্সমেন্ট (VASHA) ফাউন্ডেশন সম্প্রতি তাদের Training for Skill Development (TSD) প্রকল্পের প্রস্তুতিমূলক সভা আয়োজন করে। সভায় মাঠপর্যায়ের পর্যবেক্ষণ, নির্ধারিত এলাকা নির্বাচন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং আসন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব পরিমল কান্তি পাল। তিনি দক্ষ মানবসম্পদ তৈরিতে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সদস্য জনাব রাজু চৌধুরী, প্রকল্প কো-অর্ডিনেটর জনাব সুদীপ্তা মজুমদার, প্রকল্প ব্যবস্থাপক এস. এম. রেজাউল করিম এবং সহায়ক সদস্যবৃন্দ—মোঃ মানিক, নাজমুল হুদা চৌধুরী, মিঠুন দাশ, দৌলত হোসেন প্রমুখ।
এই উদ্যোগের মাধ্যমে নির্ধারিত এলাকায় লিফলেট বিতরণ, প্রশিক্ষণার্থী বাছাই এবং স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। ভাসা ফাউন্ডেশন আশা করছে, এই প্রকল্প দক্ষ জনশক্তি তৈরি ও সমাজে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






Users Today : 102
Users Yesterday : 141
Total Users : 116739
Views Today : 783
Total views : 1087692
Who's Online : 1